ঢাকাসোমবার , ১৪ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সংলাপে নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে অংশ নেবে ঐক্যফ্রন্ট

অনলাইন ভার্সন
জানুয়ারি ১৪, ২০১৯ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: প্রধানমন্ত্রীর সংলাপের এজেন্ডায় সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের বিষয়টি থাকলে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে বলে জানিয়েছেন বিরোধী জোটটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপে বিগত নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে অংশগ্রহণ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।’

প্রসঙ্গত, রোববার আওয়ামী লীগের এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের আবার আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। ঐক্যফ্রন্ট-যুক্তফ্রন্টসহ বেশ কয়েকটি রাজনৈতিক জোট ও দলের সঙ্গে গণভবনে ওই সংলাপ হয়েছিল।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট পৌঁছান।

বিমানবন্দর থেকে নেতারা প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। এরপর তারা হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

পরে নেতৃবৃন্দ সিলেট-৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জ উপজেলায় গত ৩০ ডিসেম্বর ভোটের দিন গুলিতে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলের বাড়িতে যাবেন। সেখানে সুহেলের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাবেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ দেশ রূপান্তরকে জানান, ঐক্যফ্রন্ট ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট সফরে আসা ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান প্রমুখ।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।