ঢাকামঙ্গলবার , ৬ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

লেবাননি নৃত্যশিল্পী-অভিনেত্রী ইয়াসমিন আল মাসারি।

Ea Shihab
নভেম্বর ৬, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা বিনোদন ডেস্কঃ

লেবাননি নৃত্যশিল্পী-অভিনেত্রী ইয়াসমিন আল মাসারি। নৃত্যশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর নাম লেখান চলচ্চিত্রে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তির পর বক্স অফিসে সাফল্য লাভ করে। শুধু তাই নয়, এ চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও লাভ করেন ইয়াসমিন। সমালোচকদের কাছ থেকেও কুড়িয়েছেন ঢের প্রশংসা।

২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে কাজ শুরু করেন ইয়াসমিন। এ সিরিজে ২০১৭ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এতে সহশিল্পী হিসেবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে পেয়েছেন ইয়াসমিন।

লেবাননে জন্মগ্রহণ করেন ইয়াসমিন আল মাসারি। পরবর্তীতে ফ্রান্সের প্যারিসে পারি জমান তিনি। সেখান থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন এবং নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে লেবানিজ অ্যারাবিক ভাষার ‘কারামেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ২০০৮ সালে ‘আল-মোর ওয়া আল রুমান’ সিনেমার মাধ্যমে জার্মানি ভাষার চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। ২০১০ সালে ‘মিরাল’ সিনেমার মাধ্যমে ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিষেক ঘটে ইয়াসমিনের।

খবর২৪ঘন্টা / সিহাব

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।