ঢাকাবৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই: আসামীর খামারে আগুন

omor faruk
জানুয়ারি ১০, ২০১৯ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চালক জসিম উদ্দিন জয়কে গলা কেটে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীর মুরগির খামারে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর শেখপাড়া এলাকায় জসিমের মুরগির খামারে অগ্নিসংযোগ করে এলাকাবাসী। নিখোঁজের তিনদিন পর গতকাল বুধবার রাতে গোদাগাড়ী উপজেলার সরমংলা এলাকার পুকুর পাড় থেকে আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী অটো চালক জয়ের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুজন ও জসিম নামের তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতেই অটো চালক জয়ের লাশ

উদ্ধার করা হয়। আগুন দেওয়ার পরে মুহূর্তের মধ্যেই তা পুরো খামারে ছড়িয়ে পড়ে পুড়ে যায়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করে।উল্লেখ্য, উল্লেখ্য, গত ৭ তারিখ অটোরিক্সা চালক জয় সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে গিয়ে দু’দিনেও বাড়ি ফিরে না আসায় গত মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে নগরীর শাহমখদুম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্ত করে তার দুই বন্ধু সুমন ও জসিমকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় অটোরিক্সার জন্য জয়কে তারা গলা কেটে হত্যা করে গোদাগাড়ীর সরমংলা এলাকার

পুকুর পাড়ে ফেলে রেখেছে। বিষয়টি জানতে পেরে বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত অটোরিক্সা চালক জয়ের তিন বন্ধু তাকে রাজশাহী মহানগরীর বাস টার্মিনাল থেকে গোদাগাড়ী নিয়ে যায়। এরপর সন্ধ্যায় গলা কেটে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে চলে যায়। লাশটি পুকুর পাড়ে ফেলে দেয়।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।