ঢাকাবৃহস্পতিবার , ১০ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অটো চালককে হত্যা: আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

omor faruk
জানুয়ারি ১০, ২০১৯ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহীতে অটোরিক্সা চালক জসিম উদ্দিন জয়কে গলা কেটে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর নওদাপাড়া আমচত্বরে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে গোলাম মোস্তফার সভাপতিত্বে খুনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাহাদত হোসেন শাহু, ব্যবসায়ী মর্শিদুল ইসলাম, স্বপন হোসেন, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার বিকেলে জসিম, সুমন ও রাজিব ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজশাহী থেকে জসিম উদ্দিন জয়ের আটো ভাড়া করে গোদাগাড়ীতে নিয়ে যায়। সুযোগ বুঝে তারা জয়কে গলা কেটে হত্যা করে অটোরিক্সা নিয়ে

যায়। মানববন্ধনের পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী আসামী জসিমের খামারে আগুন ধরিয়ে দেয়। উল্লেখ্য, গত ৭ তারিখ অটোরিক্সা চালক জয় সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে গিয়ে দু’দিনেও বাড়ি ফিরে না আসায় গত মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে নগরীর শাহমখদুম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্ত করে তার দুই বন্ধু সুমন ও জসিমকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় অটোরিক্সার জন্য জয়কে তারা গলা কেটে হত্যা করে গোদাগাড়ীর সরমংলা এলাকার পুকুর পাড়ে ফেলে রেখেছে। বিষয়টি জানতে পেরে বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে

পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত অটোরিক্সা চালক জয়ের তিন বন্ধু তাকে রাজশাহী মহানগরীর বাস টার্মিনাল থেকে গোদাগাড়ী নিয়ে যায়। এরপর সন্ধ্যায় গলা কেটে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে চলে যায়। লাশটি পুকুর পাড়ে ফেলে দেয়। এ ঘটনার সাথে জড়িতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিককপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে সুমন ও মরিফুলের ছেলে রাজিব এবং নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকার আবুল কালামের ছেলে জসিম।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।