ঢাকাবুধবার , ১৪ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

অনলাইন ভার্সন
নভেম্বর ১৪, ২০১৮ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত সুমন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। সুমন স্থানীয় চর কালিবাড়ি এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।
মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল জানান, দিবাগত রাতে চর পুলিয়ামারি এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

খবর২৪ঘণ্টা, /জেএন        

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।