ঢাকাশুক্রবার , ১১ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিকের সাজা বহাল

অনলাইন ভার্সন
জানুয়ারি ১১, ২০১৯ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর চলা গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার রয়টার্সের দুই সাংবাদিকের সাজা বহাল রেখেছে দেশটির আপিল আদালত।

রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে গতবছর সেপ্টেম্বরের শুরুতে মিয়ানমার নাগরিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউকে (২৮) সাত বছর করে কারাদণ্ড দেয় দেশটির ইয়াংগুন জেলা আদালত।

রয়টার্স জানায়, তাদের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টস (দাপ্তরিক গোপনীয়তা আইন) ভঙ্গ করার অভিযোগ আনা হয়।

মূলত রাখাইন রাজ্যের একটি গ্রামে ১০ জন রোহিঙ্গাকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানোর সময় গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার হন তারা।

ওই রায়ের বিরুদ্ধে দুই সাংবাদিকের আপিল আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে মিয়ানমারের হাইকোর্ট।

বিচারক অং নাইং তার রায়ে বলেন, ‘আসামিরা নির্দোষ এমন দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন তারা। তাদেরকে যে ফাঁদে ফেলে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ও আদালত নিশ্চিত হতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার নৈতিকতা মেনে চলেননি এ দুই সাংবাদিক। অতএব এটাই তাদের জন্য উপযুক্ত শাস্তি।’

তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন রয়টার্সের দুই সাংবাদিক।

এদিকে দুই সাংবাদিকের আইনজীবীদের দাবি, তাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও নিম্ন আদালতে ভুলভাবে এ মামলা উপস্থাপন করে উল্টো তাদের মক্কেলদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।