ঢাকাবুধবার , ৯ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়া উপজেলায় ৩৪ হাজার ৫শত ৬৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

অনলাইন ভার্সন
জানুয়ারি ৯, ২০১৯ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: চলতি মৌসুমে নাটোরের সিংড়া উপজেলায় ৩৪ হাজার ৫শত ৬৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। গতবছর লক্ষমাত্রা ছিল ৩৮ হাজার ১০০ হেক্টর। এবার ভুট্টার ফলন বেশি হওয়ায় বোরোর আবাদ কমেছে।

উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, আগাম পানি নেমে যাওয়ার কারনে কৃষকরা অন্য আবাদের দিকে ঝুঁকছেন।

এজন্য বোরো আবাদ শুরু করতেও দেরি হচ্ছে কৃষকদের। তবে আজ বুধবার পর্যন্ত প্রায় ১০ হাজার হেক্টর জমিতে চারা রোপন করেছে কৃষকরা। এখন ব্যস্ত সময় পার করছে কৃষকরা ধানে চারা তুলতে ও ধান রোপন করতে চলনবিল-হালতিখোলাবাড়িয়া সহ নাটোরে সকল উপজেলার কৃষকরা।

নির্দিষ্ট সময়ে বোরো আবাদ সম্পন্ন করতে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন কৃষকদের।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।