ঢাকাশুক্রবার , ৯ নভেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

জটমুক্ত হয়েও অভিযোগযুক্ত শাহরুখের ছবি ‘জিরো’

অনলাইন ভার্সন
নভেম্বর ৯, ২০১৮ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছে শাহরুখ খানের আসন্ন ছবি ‘জিরো৷’ এমনই দাবি করছিলেন দিল্লির শিখ গুরুদ্বারা ম্যানেজমেন্ট কমেটির (Delhi and Delhi Sikh Gurudwara Management Committee (DSGMC) general secretary) জেনারেল সেক্রেটারি মঞ্জিন্দর সিং সিরসা৷ ছবির পোস্টার এবং ট্রেলারে শিখ সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এক বিশেষ কৃপাণ (gatra Kirpan) নিয়েছেন শাহরুখ৷ সেই নিয়েই আপত্তি জানিয়েছে এই শিখ সংস্থা৷

তাঁদের অভিযোগ ছিল, শিখ রেহাত মর্যাদা অনুযায়ী, একজন অমৃতধারী শিখদেরই একমাত্র এই কৃপান নেওয়ার অধিকার আছে৷ ছবি থেকে এই দৃশ্যটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি৷ সেই অভিযোগই ফিরিয়ে নিলেন তিনি৷ ‘জিরো’র নির্মাতাদের তরফ থেকে আসা উত্তরে খুশি মঞ্জিন্দর সিং সিরসা৷ ‘জিরো’ ছবির অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে ট্যুইটারে৷ ট্যুইটের জবাবে মঞ্জিন্দর সিং জানিয়েছেন ছবি থেকে কোনও দৃশ্য সরানোর দাবিও উঠিয়ে নিয়েছেন তিনি৷

প্রসঙ্গত, ছবির চিত্রনাট্য অনুযায়ী, ছবির চরিত্র বাউয়া সিংয়ের জীবনের ওঠাপড়ার কাহিনি নিয়েই সিনে পর্দায় এক অন্য ধরণের ছবি তুলে ধরতে চলেছে পরিচালক এল আনন্দ এল রাই৷ মীরাটের বাসিন্দা বাউয়া সিং৷ ধনী পরিবারের জন্ম বাউয়ার৷ তাই ছোট থেকেই সেরকম কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে৷ ব্যর্থতা কখনও চোখেই দেখেনি সে৷ হঠাৎই ঘুরে দাঁড়াল ভাগ্য৷ দুই মহিলার প্রবেশেই বদলে গেল বাউয়ার জীবন৷

জানা গিয়েছে, ছবিটিতে ‘যব তক হ্যায় জান’র মতো ত্রিকোণ প্রেমের গল্প দেখা গেলেও ছবির গল্প ত্রিকোণ প্রেম নয়৷ এই তিন তারকা ছাড়া ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছেন বহু বলি তারকা৷ সলমন খান থেকে শুরু করে কাজল, রানি মুখোপাধ্যায়, আলিয়া ভাট, করিশ্মা কাপুর৷ সলমন খান, শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের একটি আইটেম নম্বর থাকবে বলেও জানা গিয়েছে৷

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।