ঢাকাশুক্রবার , ১১ জানুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিদির ৩ উইকেট, রাজশাহীর সংগ্রহ ১২৪

অনলাইন ভার্সন
জানুয়ারি ১১, ২০১৯ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: বোলিংয়ে নৈপুণ্য দেখালেন ৩৯ ছুঁই ছুঁই শহীদ আফ্রিদি। আঁটসাঁট বল করলেন অন্যরাও। তাতে মোটেও সুবিধা করতে পারল না রাজশাহী কিংস। গুঁড়িয়ে গেল নির্ধারিত ওভারের সাত বল আগেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স লক্ষ্য রেখেছে নাগালের মধ্যে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএল টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে ১৮.৫ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। কুমিল্লার বোলারদের সামনে তেমন বড় ইনিংস খেলতে পারেননি দলটির কোনো ব্যাটার। গড়তে পারেনি কার্যকরী কোনো জুটি।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৩০), মোহাম্মদ হাফিজ (১৬), জাকির হাসান (২৬) ও ইশুরু উদানা (৩২) ছাড়া রাজশাহীর বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রানের খাতা খুলতে পারেননি তিনজন।

কুমিল্লার বোলারদের মধ্যে পাকিস্তানের আফ্রিদি চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন ও লিয়াম ডসন।

খবর২৪ঘণ্টা, জেএন

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।